কাটবে কি গুমোট গরম, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

বুধবার সারাদিনই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। বুধবার কলকাতায়  বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।  মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে।  উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

Ritam Talukder | Published : Sep 9, 2020 9:17 AM
17
কাটবে কি গুমোট গরম, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়


বুধবার সারাদিনই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। বুধবার কলকাতায়  বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।  

27

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে।  উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

37

হাওয়া অফিস জানিয়েছে, শহরে  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 

47

উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

57


বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে সিকিম আসাম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।  

67

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। অমৃতসর বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে আসাম এর ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই মৌসুমী অক্ষরেখার জেনেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার প্রভাব এই বৃষ্টি উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে।

77


 হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৭ শতাংশ এবং ন্যুনতম ৬৬ শতাংশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos