সাংসদ, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু, তিনি নিজের বেতন নেননি। দীর্ঘদিন সাংসদ পদে ছিলেন। এখনও তিনি সেখান থেকে পেনশন পান। কিন্তু, তিনি তাঁর প্রাপ্যর টাকা নেননি। তাঁর বেতনের টাকা তিনি বিলিয়ে দিয়েছেন সমাজকল্যাণের লক্ষ্যে। সম্প্রতি, চলতি বছরের মার্চ মাসেও সেকথা ট্যুইট করে জানিয়েছিলেন। রাজ্যের সব সরকারি কর্মীদের বেতন বেড়েছে। আগের তুলনায় বেড়েছে মুখ্যমন্ত্রীরও বেতন। কিন্তু সেই টাকা নিজে না নিয়ে সামাজিক কাজে ব্যবহার করেছেন মিডিয়া রিপোর্টেও তা প্রকাশিত।