খুব সহজে ও কম সময় করা সম্ভব পিঙ্কি পনিটেল। এই স্টাইল করার আগে চুল শুকিয়ে নিতে হবে। এবার পুরো চুল পিছনের দিকে টেনে উঁচু করে পনিটেল করুন। একটু উপর থেকে বাঁধলেই হল। বড় চুল হলে, এমন পিঙ্কি পনিটেল বেশ মানাবে। এথনিক, ওয়েস্টার্ন সব ক্ষেত্রেই এই স্টাইল মানায়। পনিলেটে সেরাম লাগিয়ে নেবেন, তাহলে সিল্কি দেখাবে।