রইল ১০টি টিনেজ হেয়ার স্টাইলের হদিশ, কলেজে ফ্যাশনিস্তা তকমা দেবে এই স্টাইল

সৌন্দর্য অনেকটাই নির্ভর করে হেয়ার স্টাইলের (Hair Style) ওপর। পোশাকের সঙ্গে মানানসই হেয়াল স্টাইল না করলে পুরো সাজটাই মাটি। হেয়ার স্টাইল নিয়ে চিন্তিত কলেজ স্টুডেন্ট থেকে অফিস কর্মী সকলে। এদিকে রোজ অনেক সময় নষ্ট করে হেয়ার স্টাইল করা সম্ভব হয়ে উঠে না। আর রইল কয়টি টিনেজ হেয়ার স্টাইলের হদিশ। কলেজে পারফেক্ট লুক পেতে ট্রাই করতে পারেন এই ১০টি স্টাইল। দেখে নিন এক ঝলকে।  

Sayanita Chakraborty | Published : Feb 27, 2022 6:02 AM IST / Updated: Feb 27 2022, 11:42 AM IST
110
রইল ১০টি টিনেজ হেয়ার স্টাইলের হদিশ, কলেজে ফ্যাশনিস্তা তকমা দেবে এই স্টাইল

পাতলা চুলে বেশ মানায় স্লিক বব হেয়ার স্টাইল। আর টিনেজ লুকের জন্য পারফেক্ট এই স্টাইল। যে কোনও ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানায় স্লিক বব হেয়ার কাট। এক্ষেত্রে, চুল বব কাজ করে নেওয়া হয়। আর সামনের দিকে দুটি লেয়ার থাকে। যা কাঁধ পর্যন্ত হয়। 

210

ব্লান্ট কাট হেয়ারে এমন ববি পিন স্টাইল করতে পারেন। এই হেয়ার স্টাইল একটা কিউট লুক দেবে। চুলের একদিকে সিঁথি করে নিন। এবার কানের কাছে চুল আটকান। পিন দিয়ে আটকে করুন ববি পিন স্টাইল। 

310

টিনেজ হেয়ার স্টাইলের মধ্যে ব্লান্ট বব বেশ স্টাইলিশ। চুল যদি সিল্কি হয়, তাহলে এই স্টাইল করতে পারেন। এক্ষেত্রে, মাথার মাঝখানে সিঁথি করে নেওয়া হয়। আর পুরো চুল ব্লান্ট কাট হয়। শর্ট লেন্থের এই হেয়ার স্টাইল ব্লান্ট বব নামে খ্যাত। 

410

চুলে যদি একটু কার্লি ভাব থাকে তাহলে বেশ মানাবে কিউট পনিটেইল উইথ কার্ল। এক্ষেত্রে সামনে দিয়ে লক্স বের করে রাখবেন। চুলের লেন্থ যদি কাঁধ পর্যন্ত হয়, তাহলে বেশ মানাবে পনিটেইল উইথ কার্ল। কলেজ লুকের জন্য একেবারে পারফেক্ট এই হেয়ার স্টাইল। এর সঙ্গে জিন্স আর টিশার্ট বেশ মানাবে। 

510

লম্বা চুল অনেকেই থাকে। সেই চুলে হাফ পনিটেল তো অনেকেই করেন, এবার ছোট চুলে ট্রাই করুন এই স্টাইল। হাফ পনিটেল বেশ মিষ্টি দেখায়। চুল দুভাগ করে নিন। ওপরের দিকে কম চুল দিন। এবার সেখানে পনিটেল করুন। বাকিটা ছেড়ে রাখুন। ওয়েস্টার্ন পোশাক বিশেষ করে ড্রেসের সঙ্গে বেশ মানাবে এই হাফ পনিটেল। 

610

টিনেজ লুকের জন্য পারফেক্ট হল কিউট বব। যারা ছোট চুল পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কিউট বব। টমবয় লুক পেতে এমন স্টাইল করতে পারেন। চাইলে এই ধরের চুলে হাইলাইটস করে নিন। বেশ মানাবে। 

710

গরমে পারফেক্ট কলেজ লুক পেতে কেমন হেয়ার স্টাইল করবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকে। চুলের লেন্থ পিঠ অথবা কোমর পর্যন্ত হলে করে ফেলুন টপ নট। এই স্টাইল সব ধরনের পোশাকের সঙ্গে মানায়। আর এই খোঁপা সব বয়সেই বেশ মানায়। টপ নটে একটি কিউট রাবার ব্যান্ড লাগাতে পারেন। 

810

চুল প্রথমে কয়টি ভাগ করে নিন। এবার ছোট ছোট বিনুনি করে নিন। সেই বিনুনিগুলো এক সঙ্গে করে পনিটেল বানান। বড় চুলে ব্রেইডেড পনিটেল বেশ মানাবে। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বেশ মানাবে এই স্টাইল। চুলে হাই লাইস্ট করা থাকলে এই স্টাইল আরও মানবে।  

910

টিনেজারদের জন্য পিক্সি হেয়ার স্টাইল বেশ ট্রেন্ডি। ছোট মুখের শেপ যাদের তাদের এই স্টাইল বেশ মানায়। শুধু ওয়েস্টার্ন হয়, শাড়ির সঙ্গেও বেশ মানায় পিক্স হেয়ার স্টাইল। তবে, কোঁকড়ানো চুলে এই স্টাইল না করাই ভালো। স্ট্রেট হেয়ারে বেশি মানায় পিক্স হেয়ার স্টাইল। তাই দেরি না করে চটপট করে ফেলুন এই স্টাইল। 

1010

খুব সহজে ও কম সময় করা সম্ভব পিঙ্কি পনিটেল। এই স্টাইল করার আগে চুল শুকিয়ে নিতে হবে। এবার পুরো চুল পিছনের দিকে টেনে উঁচু করে পনিটেল করুন। একটু উপর থেকে বাঁধলেই হল। বড় চুল হলে, এমন পিঙ্কি পনিটেল বেশ মানাবে। এথনিক, ওয়েস্টার্ন সব ক্ষেত্রেই এই স্টাইল মানায়। পনিলেটে সেরাম লাগিয়ে নেবেন, তাহলে সিল্কি দেখাবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos