সকলের নজড় কাড়তে এবার সেই এক ঘেঁয়ে স্মোকি কিংবা গোল্ড ফেস্টিভাল আই নয়। এবার উইংড আইলাইনার করতে পারেন। ছিমছাম সাজ হোক, কিংবা পার্টি মেকআপ, উইংড আইলাইনার (Winged Eyeliner) সব সময়ই আকর্ষণীয় লাগে। লাইন ঘেঁটে গেলে মেকআপ রিমুভারের সাহায্যে তা মুছে নিন। এক্ষেত্রে তুলো সরু করে পাকান। তা মেকআপ রিমুভারে ডুবিয়ে চোখ মুছে নিন।