পেট ব্যথা, অস্বস্তি, ফোলাভাব, হজমের সমস্যা দূর হবে তুলসির গুণে। যারা অ্যাসিডের সমস্যায় ভোগেন তারা তুলসি খান। তুলসিতে থাকে ইউজেনল নামক উপাদান। যা খেলে পেটের সমস্যা দূর হবে। তাই মধ্যে পেট ফোলা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যায় যারা প্রায়শই ভোগেন তারা খেতে পারেন তুলসী পাতা।