লাগাতে পারেন মধু, হলুদ ও দুধের প্যাক। একটি পাত্রে ১ চামচ মধু (Honey), ১ চামচ হলুদ বাটা ও ১ চামচ দুধ (Milk) নিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ২০ মিনিট রেখে, ঘষে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে দুধের গুণে ত্বক নরম হবে, সঙ্গে মধু ও হলুদের গুণে ত্বক উজ্জ্বল হবে।