ভিটামিন বি (Vitamin B), ক্যালসিয়াম (Calcium), জিঙ্ক (Zink), পটাশিয়ামে (Potassium) পরিপূর্ণ মধু (Honey)। এতে রয়েছে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট (Anti-Oxidant)। যা ব্যাক্টেরিয়া (Bacteria) প্রতিরোধ করে ও ত্বককে উজ্জ্বল করে। শীতে ত্বকের যত্নে মধু বেশ উপকারী। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। সঙ্গে ত্বকের দাগছোপ দূর করে। এই মধু (Honey) দিয়ে তৈরি প্যাক ব্যবহার করলে দূর হবে ব্ল্যাক হেডসের সমস্যা। এই শীতের ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন মধু দিয়ে তৈরি প্যাক। ঘরোয় উপকরণ দিয়ে তৈরি করুন এই সকল প্যাক (Pack)। জেনে নিন কীভাবে বানাবেন।