মুখের খুঁত ঢাকতে হোক কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে সকলেই মেকআপ করে থাকেন। ত্বকের ধরন বুঝে মোটা অঙ্কের টাকা ব্যয় করে মেকআপ কিনে থাকি সকলে। কিন্তু, সৌন্দর্য ফুটিয়ে তুলতে শুধু মেকআপ কিনলেই হল না। তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে। তা না হলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে। অনেকেই মেকআপ করতে গিয়ে কয়টি ভুল করে ফেলেন। কেউ গলার ও মুখের টোন মিল মেলাতে ভুলে যান, তো কারও দাঁতে লেগে যায় লিপস্টিক। আবার অনেকে ফর্সা দেখাতে গিয়ে এমন মেকআপের শেড বেছে নেন যে মুখ ফেকাশে হয়ে যায়। আজ রইল এমনই ১০টি ভুলের হদিশ। মেকআপ করার সময় এগুলো মাথায় রাখবেন। বিশেষ করে গরমের সময়, তা না হলে আপনারই ভুলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে।