সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মিমে, দেখে নিন এমন ১০টি মিম

Published : Feb 24, 2022, 04:16 PM ISTUpdated : Feb 24, 2022, 04:19 PM IST

ইউক্রেন (Russia) ও রাশিয়ার (Ukraine) যুদ্ধের খবরে সরগরম সকল গণমাধ্যম। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে (Ukraine) সেনা অভিযানের ঘোষণা করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তার মিনিট খানেকের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিল রাশিয়ার সেনাবাহিনী। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি। ইউক্রেন শহরের ছবি যেমন ভাইরাল হচ্ছে, তেমনই বাড়ছে মিমের (Memes) সংখ্যা। দেখে নিন এমন কয়টি মিম। 

PREV
110
সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মিমে, দেখে নিন এমন ১০টি মিম

গাছের পাশ দিয়ে উঁচি মারছে এক ব্যক্তি। হাত তালি দিচ্ছেন তিনি। মুখেও হাঁসির ভঙ্গি। এমন একটি ছবি পোস্ট করেছেন এক ব্যক্তি। আর ছবির ক্যাপশনে লেখা, পুতিন ইউক্রেন আক্রমণের পর দক্ষিণ কোরিয়ার দিকে তাকিয়ে আছে উত্তর কোরিয়া। এই ছবিতে লাইক পড়েছে ২,৬৫০টি লাইক। যা প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। এমকী এই ছবি রিটুইট করেছেন ৩৫৪ জন।      

210

ভাইরাল হয়েছে আরও একটি ছবি। ছবিতে দুটি ভঙ্গিমায় দেখা যাচ্ছে একটি কুকুরকে। সে কমপিউটারের দিকে তাকিয়ে বসে আছে। একটিতে লেখে ‘কী অসাধারণ দিন’। আর তলায় লেখা ‘হে প্রভু’। এই ছবির ক্যাপশনে লেখা, আপনি যখন জেগে উঠবেন দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধ, ইউএসএআর, উত্তর কোরিয়া, মস্কো, রাশিয়া, পারমাণবিক, ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন, ইউক্রেন, তাইওয়ান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবণতা... হে প্রভু। 

310

উদাস মনে বসে আছে একটি ছেলে। পরেনে হলুদ টি শার্ট। ছবি দেখে বোঝা যাচ্ছে সে খুবই চিন্তিত। ছবির ক্যাপশনে লেখা, যদি এই রাশিয়া এবং ইউক্রেনের দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে এবং প্রতিটি পরিবারের প্রথম পুরুষ সন্তানকে তাদের দেশ রক্ষার জন্য ডাকা হয়? 

410

নেটদুনিয়ায় জুড়ে রয়েছে একের পর এক মিম। ভাইরাল হয়েছে একটি মিম। যেখানে এক সঙ্গে চারটে ছবি কোলাজ করা। চারটি ছবিতে চার রকম অভিব্যক্তি দেখা যাচ্ছে একটি বাচ্চার। কোনওটায় সে রাগের মাথায় কারও দিকে তাকিয়ে, কোনওটায় সে কাউকে ব্যঙ্ক করছে। এই ছবির ক্যাপশনে লেখা UN যখন ইউক্রেনের সাহায্য চায়। 

510

ভাইরাল হয়েছে আরও একটি ছবি। যেটা একটি চ্যাটের স্ক্রিন শট। যার ক্যাপশনে লেখা, ন্যাটো এবং মিত্ররা রাশিয়ার উপস করোরতম নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেকে সাহায্য করছে। 

610

ভাইরাল হয়েছে মাথা ব্যথার চারটি ছবি। ছবিগুলো মুখের। প্রথম ছবির মাথার একাংশ লাল করে বলা হচ্ছে সেখানটা মাইগ্রেনের অংশ। দ্বিতীয় ছবিতে মাথার পিছনটি লাল। সেই অংশটি হাইপারটেনশনের। তৃতীয় ছবিতে মাথার পিছন ও মাধের অংশ লাল করা। যার ওপর লেখা স্ট্রেস। আর শেষ ছবিতে পুরো মাথাটাই লাল করে। ওপরে লেখা রাশিয়ায় থাকলে এমন অবস্থা হয়। 

710

হাসি ও কান্নার সময় আপনার মুখ কেমন লাগে দেখেছে। ভাইরাল হয়েছে এমনই একটি মিম। যাতে একটি লোকের দুটি অভিব্যক্তি দেখা যাচ্ছে। একটিতে তিনি হাসছেন ও অপরটিতে কাঁদছেন। এর ক্যাপশনে লেখা, আমি যখন বুঝতে পারি যে রাশিয়া আসলে ইউক্রেন আক্রমণ করেছে। 

810

দুই প্রান্তে দাঁড়িয়ে দু দেশের প্রেসিডেন্ট। মাঝে একটি রোড ম্যাপ। যাতে আটকানো দুটি বোর্ডের মধ্যে একটিতে লেখা ইউক্রেন, অপরটিতে রাশিয়া।  ক্যাপশনে লেখা, ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব নামতে চলেছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে NATO ঘুমের মধ্যে চলে যাচ্ছে অন্যদিকে পুতিন বাইডেনকে ধমক দিচ্ছেন। 

910

ভাইরাল হয়েছে একটি ভিডিও। রাশিয়ান সামরিক বাহিনী যখন ইউক্রেন চেরনোবিল মিউট্যান্ট এক্স ম্যান প্রকাশ করে। এর সঙ্গে প্রকাশ করেছে একটি ভিডিও। যেখানে ব্যক্তি এক আক্রমনাত্মক ভঙ্গি দিয়েছে। 

1010

ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দুটি গুন্ডা একটি ছেলেকে ধরেছে। তাকে বাঁচাতে এগিয়ে এল আরও একটি ছেলে। সে দূর থেকে লাথি মারার চেষ্টা করল। কিন্তু, তার লাথি পড়ল শূন্যে। মজার এই ভিডিওর ক্যাপশনে লেখা, রাশিয়ার সামরিক বাহিনী যখন ইউক্রেন চেরনোবিল মিউট্যআন্ট এক্স ম্যানদের সাহায্য চায়। 

click me!

Recommended Stories