দ্রুত হৃদস্পন্দন (Rapid Heart beat): এই ভাইরাস দ্বারা কোনও কুকুর আক্রান্ত হলে হৃদস্পন্দন খুব দ্রুত হতে থাকে। সুতরাং, স্বাভাবিক চলা ফেরা বা এক জায়গায় বসে থাকা অবস্থাতেও যদি আপনার পোষ্যটির হৃদস্পন্দন খুব দ্রুত গতিতে হতে থাকে তবে আপনার পোষ্যটি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে।