ব্রণ দূর করত ব্যবহার করতে পারেন লাল চন্দন। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ব্রণ দূর করতে বেশ উপকারী। এক্ষেত্রে শুধু চন্দন বাটা লাগাতে পারেন। লাল চন্দন বেটে নিয়ে তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে দূর হবে ব্রণ। তা না হলে চন্দন বাটার সঙ্গে গোলাপ জল মিশিয়েও লাগাতে পারে। এতেও সমান উপকার পাবেন।