উৎসব হয়ে উঠুক আরও রঙিন, প্রিয়জনকে পাঠান ভালোবাসায় মোড়া রঙিন শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

শুরু হয়ে গিয়েছে উৎসব। চারিদিকে বাসজছে, ‘রঙ বরসে ভিগে চুনরওয়ালি, রঙ বরসে’। শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব (Holi Festival)। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। মন্দিরে মন্দিরে পুজিত হচ্ছেন রাধা-কৃষ্ণ। আজ গুরুজনের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেওয়ার একটা পুরনো রীতি। তারপরই একে অন্যকে রঙ মাখানোর পালা। অনেকেই মনে করেন, বসন্ত অনেকের জীবনে ভালোবাসা নিয়ে আসে। এবার বসন্ত উৎসবের আনন্দ থাক শুরু থেকেই। ভালোবাসার মানুষ, বন্ধু, আত্মীয় সকলকে সকাল সকাল পাঠান শুভেচ্ছা বার্তা (Wishes)। জেনে নিন কেমন মেসেজ লিখবেন। 

Sayanita Chakraborty | Published : Mar 17, 2022 2:10 AM IST / Updated: Mar 18 2022, 08:27 AM IST
110
উৎসব হয়ে উঠুক আরও রঙিন, প্রিয়জনকে পাঠান ভালোবাসায় মোড়া রঙিন শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

‘হোলির অনেক শুভেচ্ছা। আশা করি রঙের সঙ্গে এই হোলি হাসি, আনন্দ আর সুখে ভরে উঠুক। Happy Holi 2022।’ ভালোবাসার মানুষ, বন্ধু, আত্মীয় সকলকে সকাল সকাল পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা (Wish)। এই বার্তায় তার প্রতি আপনার দায়িত্ব প্রস্ফুটিত হবে। সকালে এমন বার্তা পেয়ে যে কেউ খুশি হবেন।  

210

‘হোলির মিষ্টি মুহূর্তে এবং স্মৃতিগুলোর জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। এই হোলি আপনার জীবনে রঙিন হয়ে উঠুক। আমার তরফ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে জানাই হ্যাপি হোলি।’ সকলের হোলি উৎসব (Holi Festival)  ঘিরেই কোনও না কোনও মিষ্টি স্মৃতি থাকে। সেই স্মৃতির কথা কাউকে মনে করাতে চাইলে এই বার্তা পাঠাতে পারেন। 

310

‘হোলির দিনই একমাত্র সময় যেখানে নিজেদের হারিয়ে যাওয়া বন্ধুদের সব শত্রুতা ভুলে ভালেবাসার রঙে রাঙিয়ে দেওয়া যায়। শুভ হোলি উৎসব।’ যে কোনও উৎসবে সকলেই শত্রুতা ভুলে মেতে উঠতে চান। আপনিও এই উৎসবে শত্রুতা ভুলে আপন করে নিন দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে যে মানুষটার সঙ্গে। পাঠান এমন বন্ধু হওয়ার বার্তা। 

410

‘ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই হোলি তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক। আমার বন্ধুকে হোলির শুভেচ্ছা জানাই।’ হোলির দিন সকাল সকাল বন্ধুকে পাঠান এমন বার্তা। বন্ধু, সহকর্মীকে শুভেচ্ছা জানাতে এই বার্তা সেরা বার্তার মধ্যে একটি। বন্ধুত্ব আরও পোক্ত হবে এই মেসেজে। সম্পর্ক হয়ে উঠতে আরও সুন্দর।  

510

‘চলো এবছরের রঙের উৎসবটি পরিবারের বন্ধন ও ভালোবাসার আত্মা দিয়ে উদযাপন করি। সবাইকে হ্যাপি হোলি।’ পরিবার সকলের জীবনের একটি বিশেষ গুরুত্ব রাখে। আর যে কোনও উৎসব, সকলেই চান পরিবারের সঙ্গে পালন করতে। হোলির উৎসবও হোক এমনটাই। এবছর সকলকে পরিবারের সঙ্গে হোলি খেলার কথা মনে করিয়ে দিন। পাঠান এমন বার্তা। 

610

‘সুখ, ভালোবাসা এবং বিশ্বাসের গাঢ় রঙের সুন্দর উৎসব আমাদের জীবনে আরও উজ্জ্বল করে তুলুক। সবাইকে রঙিন শুভেচ্ছা। হ্যাপি হোলি।’ সকলেই কামনা করেন হোলি জীবনে সুখ নিয়ে আসুক। সম্পর্কে বিশ্বাস গড়ে তুলুক। আপনার মনে এমন ধারণা থাকলে পাঠাতে পারেন এই বার্তা। হোলির উৎসবে আপনার বার্তা মন কাড়বে সকলের।

710

‘হোলির আনন্দে মেতে ওঠা সম্ভব তখনই যখন হোলি উপযুক্ত লোকের সঙ্গে পালন করা হয়। আর পরিবারের লোকজনের চেয়ে ভালো কেই হতে পারে না। তাই পরিবারের সকলকে জানাই হ্যাপি হোলি।’ হয়তো কাজের সূত্রে কিংবা অন্য কোনও কারণে পরিবার থেকে ভালোবাসার মানুষের থেকে দূরে থাকেন। কিন্তু, সব সময় তাদের অভাব অনুভব করেন। সেক্ষেত্রে বেছে নিন এই মেসেজ।  

810

‘আমার হৃদয় তোমার পবিত্র ভালোবাসার রঙ আমার জীবনকে আরও সুন্দর করে তুলেছে। আমি সারাজীবন তোমার সুখ ও দুঃখের ভাগীদার হতে চাই। আমার জীবনে প্রতিটি আবেগ তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। Happy Holi.’ রঙের উৎসবে মনের কথা জানাতে চাইলে পাঠান এমন বার্তা। ভালোবাসার এই মেসে মন কাড়বে তাঁর। আপনার মনের কথা প্রকাশ পাক মেসেজে।     
 
 

910

‘আপনাকে ও আপনার পরিবারকে হোলি ২০২২ এর আন্তরিক শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।’ গত দুবছর ধরে করোনার জন্য নাজেহাল অবস্থা বিশ্ববাসীর। এই রোগ প্রাণ কেড়েছে বহু মানুষের। শেষ দুবছর কেউই তেমন ভাবে হোলির উৎসব পালন করেননি। রোগ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেকারণেই সকলের প্রিয়জনের সুস্বাস্থ্য কামণা করে চলেছেন ভগবানের কাছে। এবছর দোলে, এমনই বার্তা পাঠান তাঁকে।   

1010

‘তুমি এমন একজন যে ভালোবাসার দিয়ে আমার জীবনকে উজ্জ্বল করে দিয়েছ এবং স্নেহের সঙ্গে আমাকে মৃদু করে দিয়েছ। তোমাকে সমস্ত ভালোবাসার রঙ পাঠালাম। হ্যাপি হোলি।’ ভালোবাসার মানুষকে হোলিতে জানান আপনার মনের কথা। পাঠান এই বার্তা। আপনার এই মেসেজ মন কাড়বে তাঁর। উৎসবের আনন্দে দ্বিগুণ মাত্রা যোগ করবে এই বার্তা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos