শুরু হয়ে গিয়েছে উৎসব। চারিদিকে বাসজছে, ‘রঙ বরসে ভিগে চুনরওয়ালি, রঙ বরসে’। শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব (Holi Festival)। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। মন্দিরে মন্দিরে পুজিত হচ্ছেন রাধা-কৃষ্ণ। আজ গুরুজনের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেওয়ার একটা পুরনো রীতি। তারপরই একে অন্যকে রঙ মাখানোর পালা। অনেকেই মনে করেন, বসন্ত অনেকের জীবনে ভালোবাসা নিয়ে আসে। এবার বসন্ত উৎসবের আনন্দ থাক শুরু থেকেই। ভালোবাসার মানুষ, বন্ধু, আত্মীয় সকলকে সকাল সকাল পাঠান শুভেচ্ছা বার্তা (Wishes)। জেনে নিন কেমন মেসেজ লিখবেন।