‘হোলির অনেক শুভেচ্ছা। আশা করি রঙের সঙ্গে এই হোলি হাসি, আনন্দ আর সুখে ভরে উঠুক। Happy Holi 2022।’ ভালোবাসার মানুষ, বন্ধু, আত্মীয় সকলকে সকাল সকাল পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা (Wish)। এই বার্তায় তার প্রতি আপনার দায়িত্ব প্রস্ফুটিত হবে। সকালে এমন বার্তা পেয়ে যে কেউ খুশি হবেন।