দ্য নিউজ মিনিটের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রামে বসবাসকারী ৪৬ বছর বয়সী শামসাদ বেগম জানান, ১৯ বছর আগে তাদের যমজ কন্যা সন্তান হয়। তাদের নাম রাখা হয়েছে শাহজারা ও ইশানা। তিনি বলেন, সংসারে দ্বিগুণ সুখ পাবেন তা কখনো ভাবেননি। তাদের গত পাঁচ প্রজন্মের মধ্যে কোনও যমজ সন্তানের জন্ম হয়নি। বিয়ের পর, ২০০০ সালে, তিনি তার স্বামীর সঙ্গে গ্রামে চলে যান।