আপনি অনন্য পথপ্রদর্শক, আপনার শেখানো পদ্ধতি, আমাকে জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। শুভ শিক্ষক দিবস।– এমন বার্তা পাঠান এই বিশেষ দিনে। জীবনের প্রতিটি পদক্ষেপে চলে শিক্ষাগ্রহণ। শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের প্রতি মুহূর্তি প্রতিটি মানুষ কিছু না কিছু শিখে চলেছেন। সকলের থেকেই শিক্ষা গ্রহণ করে থাকি আমরা। তাই সকলকে জানান শুভেচ্ছা