জীবনের প্রতিটি পদক্ষেপে চলে শিক্ষাগ্রহণ। শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের প্রতি মুহূর্তি প্রতিটি মানুষ কিছু না কিছু শিখে চলেছেন। তবে, জীবনে সফল হতে কিংবা এগিয়ে যেতে প্রয়োজন বিদ্যার। আর এই বিদ্যা অর্জন সম্ভব শিক্ষকদের সাহায্যে। তারাই আমাদের শিক্ষা প্রদান করে। প্রতি বছর ৫ সেপ্টেম্বর সকলে বিশেষ সম্মান জ্ঞাপন করেন শিক্ষকদের। এই দিন পালিত হয় শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। তিনি সারা জীবন সকলের মধ্যে শিক্ষার বিস্তার করেছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে জেনে নিন ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের মূল্যবান কয়টি বাণী।