জীবনের আনন্দ এবং সুখ শুধুমাত্র জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতে সম্ভব। - সর্বপল্লী রাধাকৃষ্ণন। জানা যায়, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা কখনও চাননি তিনি ইংরেজি শিখুক। বরং চেয়েছিলেন তিনি পূজারি হোক। তবে, পড়াশোনায় মেধাবী হওয়ায় জীবনে বহু স্কলারশিপ পেয়েছিলেন। স্কলারশিপের কারণে তাঁর পড়াশোনা করার পথে বাধা কম আসে।