'হিমালয়ান ভায়াগ্রা', যা প্রায় বিলুপ্ত। এবার বিলুপ্ত প্রায় প্রজাতির আওতাভুক্ত হল এই 'হিমালয়ান ভায়াগ্রা'। দামী প্রজাতির এই ফাঙ্গাসই হিমালয়ান ভায়গ্রা নামে পরিচিত। এর দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে। আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি এর দাম প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু তা এবার বিলুপ্ত প্রায় প্রজাতির আওতাভুক্ত হল। ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের পক্ষ থেকে জানা গিয়েছে, এবার থেকে লাল তালিকার আওতাভুক্ত হল এই 'হিমালয়ান ভায়াগ্রা'। বর্তমানে বেজিং-এ সোনার থেকে তিন গুন বেশি চড়া দামে বিক্রি হচ্ছে এই ছত্রাক।