৫ বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক আধার কার্ড, কী কী লাগবে জেনে নিন

আধারই আপনার নাগরিকত্বের পরিচয়। প্রতিটা ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। যত দিন যাচ্ছে আধার কার্ডের গুরুত্ব বাড়ছে। ভারতকে ডিডিটাল করার লক্ষ নিয়ে এক বড় পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মার্ট করার তাগিদে সব কিছুই এখন স্মার্ট। আধার কার্ড থেকে রেশন কার্ড সবকিছুই এখন স্মার্ট।  নতুন বছর পড়তে না পড়তেই  প্রায় শেষের পথে। এর মধ্যে বাচ্চাদের স্কুলে ভর্তিও শুরু হয়ে গেছে।  আর স্কুল ভর্তির জন্য বিভিন্ন ডকুমেন্টসও প্রয়োজন হয়। তেমনই একটি হল আধার কার্ড।  আর এই কারণেই বাচ্চাদের আধার তৈরির জন্য বিপুল পরিমাণে আবেদন পত্র জমা পড়েছে।  বাচ্চার বয়স ৫ বছরের বেশি বা কম হলে কী কী ডকুমেন্ট প্রয়োজন, জেনে নিন জরুরি তথ্যগুলি।

Riya Das | Published : Jan 28, 2020 11:04 AM IST / Updated: Jan 28 2020, 04:36 PM IST
110
৫ বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক আধার কার্ড, কী কী লাগবে জেনে নিন
আপনার বাচ্চার বয়স ৫ বছরের কম হলেও এই আধার কার্ড তৈরি করা যাবে।
210
বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকলেই তা সম্ভব হবে। আর বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে বাবা-মায়ের আধার কার্ড দিয়েও তা তৈরি করা সম্ভব হবে।
310
৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না।
410
৫ বছর হয়ে গেলে তখন বাচ্চার বায়োমেট্রিক রেকর্ড আপডেট করাতে হয়।
510
৫ বছর বয়স হয়ে গেলে স্কুলের লেটার হেড-এর চিঠি দিতে হবে। এছাড়াও আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস রাখুন।
610
৫ বছরের বেশি বাচ্চার বয়স হলে বায়োমেট্রিক রেকর্ড সাবমিট করুন।
710
আবার ১৫ বছর পর আরও একবার বায়োমেট্রিক রেকর্ড আপডেট করুন।
810
আবেদন করার জন্য নিকটবর্তী পোস্ট অফিস বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে। প্রথমে সেখানে গিয়ে এনরোলমেন্ট ফর্ম ভর্তি করতে হবে। তারপর সমস্ত তথ্যের সঙ্গে এই ফর্ম সাবমিট করতে হবে।
910
সমস্ত প্রক্রিয়া হয়ে গেল এনরোলমেন্ট স্লিপ দেওয়া হবে। স্লিপের মধ্যে এনরোলমেন্ট আইডি, নম্বর, ও তারিখ দেওয়া থাকবে। এই আইডি-র মাধ্যমে আপনার আধারের স্ট্যাটাস আপনি জানতে পারবেন।
1010
৯০ দিনের মধ্যে আধার কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos