এসো হে বৈশাখ, এসো এসো, শুভ নববর্ষ ১৪২৮।
'নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে' নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক নতুন আলোয়, নতুন আশায়, শুভ নববর্ষ।
নতুন বছর নতুন আশা, নতুন স্বপ্ন নতুন জীবন , শুভ নববর্ষ ১৪২৮।।
বিদায় রাগিণী বাজিয়ে গেল জীর্ণ পুরাতন বর্ষ, নববর্ষ নিয়ে আসবে সবরকমের হর্ষ। শুভ নববর্ষের শুভেচ্ছা!
পুরোনো যত হতাশা, দুঃখ অবসাদ নতুন বছর সেগুলোকে করুক ধুলিস্যাৎ, সুখ,আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ ১ লা বৈশাখ।।
আজ এই শুভ দিনে কত খুশি, কত সাজ। আজ এই শুভ দিনে ভুলে যাও সব কাজ। শুভ নববর্ষ!
সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও, নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে, শুভ নববর্ষ!
নতুন বছরের প্রথম দিনে, শপথ করি মনে, করব আমি ভালো কর্ম, এই নতুন সনে। শুভ নববর্ষ!
Riya Das