একটি শিশুর জীবন শুরু হয় মাতৃগর্ভে। একজন শিশুকে নয় মাস গর্ভে রেখে তাকে জন্ম দিতে কতটা কষ্ট একজন মা সহ্য করেন, সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। শিশু প্রথম শব্দই তো উচ্চারণ করে 'মা' বলে। আন্তর্জাতিক মাতৃ দিবস মানে শুধুই মাকে নিয়ে বেড়াতে যাওয়া বা তাঁকে উপহার দেওয়া নয়। মাতৃ দিবস হল মাতৃত্বের উদযাপন।