বুকে আগলে সব ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রাখেন যে তিনি, বিশ্ব মাতৃদিবসে রইল মাকে নিয়ে সেরা বার্তা

একটি শিশুর জীবন শুরু হয় মাতৃগর্ভে। একজন শিশুকে নয় মাস গর্ভে রেখে তাকে জন্ম দিতে কতটা কষ্ট একজন মা সহ্য করেন, সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। শিশু প্রথম শব্দই তো উচ্চারণ করে 'মা' বলে। আন্তর্জাতিক মাতৃ দিবস মানে শুধুই মাকে নিয়ে বেড়াতে যাওয়া বা তাঁকে উপহার দেওয়া নয়। মাতৃ দিবস হল মাতৃত্বের উদযাপন।

Ritam Talukder | Published : May 9, 2020 1:37 PM IST
112
বুকে আগলে সব ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রাখেন যে তিনি, বিশ্ব মাতৃদিবসে রইল মাকে নিয়ে সেরা বার্তা


 শ্রী মা বলতেন, 'আমি সতেরও মা, অসতেরও মা।' সন্তান যেমনই হোক, তাকে বুকে আগলে রেখে সব ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রাখেন যিনি, তাঁকে সম্মান দেওয়ার জন্য একটা দিন তো বেছে নেওয়া যেতেই পারে।

 
 

212

আমাদের পরিবারে মায়ের ভালবাসা সবসময় সবচেয়ে বড় শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই - মিশেল ওবামা।
 

312

 
 'আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম' বলেছেন মাইকেল জ্যাকসন। 
 

412

 দুনিয়ায় সব কিছু বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনও বদলায় না।
 

512

 আমার জীবন শুরু হয়েছিল মাতৃগর্ভে আর আমার দিন শুরু হয় মায়ের পবিত্র মুখ দেখে  বলেছেন জর্জ এলিয়ট।
 

612

 কোনও বিপদে পড়লে প্রথমেই যাঁর কথা মনে পড়ে, তিনি হলেন মা। ভালবাসা থেকেই আমাদের জন্ম, আর ভালবাসা মানে হল মা। 
 

712


একটি শিশুর কাছে ভগবান মানেই হল 'মা' বলেছেন উইলিয়াম ম্যাকপিস ঠাকরে। 

812

মায়েরা কিছু সময়ের জন্য সন্তানদের হাত ধরে রাখেন, তবে তাদের হৃদয় চিরকালের জন্য থাকে অজ্ঞাত।
 

912

মায়ের ভালবাসা এমন একটি ইন্ধন যা একজন সাধারণ মানুষকে অসম্ভব কাজও করতে সক্ষম করে।

1012


এমন অনেক সময় থাকবে যখন আপনার নিজেকে ব্যর্থ বলে মনে হবে তবে আপনার সন্তানের চোখে, তার হৃদয়ে এবং মনে আপনি একজন সুপার মম। 
 

1112

একজন মা হলেন আমাদের সত্যিকারের বন্ধু, যখন জীবনের পরীক্ষাগুলি কঠিন ও আকস্মিকভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।

1212

আন্তর্জাতিক মাতৃ দিবস মানে শুধুই মাকে নিয়ে বেড়াতে যাওয়া বা তাঁকে উপহার দেওয়া নয়। মাতৃ দিবস হল মাতৃত্বের উদযাপন।

Share this Photo Gallery
click me!

Latest Videos