লিপ ইয়ারে জন্মদিন, চারবছরের সাধপূরণে পরিকল্পনা করেই সেলিব্রেশনে মাতুন

চারবছরে একবার জন্মদিন। মানে যাঁদের জন্ম ২৯ ফেব্রুয়ারিতে তাঁদের জন্মদিনের পার্টিটা একটু বিশেষ হওয়াই উচিত। চারবছরে একবারই মাত্র এই দিনে সেলিব্রেশন করতে পারেন তাঁরা। ফলে তাঁদের জন্মদিনের উপহারে বিশেষ কিছু রাখাটা একান্ত বাঞ্ছনীয়। 

Jayita Chandra | Published : Feb 28, 2020 3:04 PM IST
18
লিপ ইয়ারে জন্মদিন, চারবছরের সাধপূরণে পরিকল্পনা করেই সেলিব্রেশনে মাতুন
এবার ২৯ ফেব্রুয়ারি পড়েছে শনিবার। তাই বার্থডে গার্ল বা বয়কে নিয়ে ছোট্ট একটা উইকএণ্ড ট্রিপ করে ফেলা যেতেই পারে।
28
ছোট ছোট মুহূর্তগুলো করতে হবে ফ্রেমবন্দি, যাতে তা দিয়ে কেটে যেতে পারে আগামী তিন বছরের খিদে।
38
উপহারে ভরিয়ে দিন। গত তিন বছরের উপহার এক সঙ্গে দিন। দেখবেন আক্ষেপটা কোথাও যেন মিলিয়ে যাবে।
48
দিনভর প্লানিং। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, জীবনের বিশেষ ব্যক্তিটার সঙ্গে খাবারের পরিকল্পনা করে ফেলুন। একটা মুহূর্তও নষ্ট করা নয়।
58
কোনও বন্ধুর জন্মদিন যদি এই দিনে হয়, তবে তাঁর জন্য একটা বিশেষ পার্টি একান্ত প্রয়োজন। চারবছরে একবার, ফলে কোনও অযুহাত নয়।
68
প্রিয় মানুষটিকে নিয়ে বেড়িয়ে পড়া যেতে পারে লং ড্রাইভে। সেখানেই একান্তে কাটিয়ে ফেলা এই দিনটি বেশ সুখকর স্মৃতির যোগান দেবে।
78
আগামী তিন বছরে যদি বিয়ের প্লানিং থাকে তবে প্রপোজটা এই দিনেই করে ফেলুন । কারণ বিয়ের আগে আর কোনও জন্মদিন পাওয়া যাবে না।
88
আগামী তিন বছরের জন্মদিন, গত তিন বছরের জন্মদিন মিলিয়ে এক ছয় থাকের কেক বানিয়ে ফেলুন। সাল লিখে প্রতিটা কেটে ছবি তুলে রাখুন। যাবে প্রতিবছরই তা স্মৃতি হয়ে থাকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos