পৃথিবীর কিছু দেশে জনসংখ্যা তার আয়তনের থেকে বেশি। আবার কোথাও কম। তবে মুশকিলটা হল জনসংখ্যা নিয়ে নয়। যদি জনসংখ্যা অনুযায়ী কাজ পরিমাণ না থাকে, তখন যন্ত্রনা চরমে ওঠে। স্ট্রাগল করেও জোটে না যোগ্যতাগত কাজ। তবে জনসংখ্যা বেশি হলে কাজের দিকে এগিয়ে চীন। আবার অতিরিক্ত জনসংখ্যায় কর্মহীন ভারতের প্রচুর মানুষ। এবার কথাটা হচ্ছে চেনা ছকের বাইরে কি কাজ হয় না, নিশ্চয়ই হয়। আর সেই অদ্ভুৎ বা বলা ভাল মৌলিক কাজের হদিশ মিললে একদিন ভারত সহ সব দেশেরই কর্ম সংস্থান আরও বেশি হবে। এবার চলুন জেনে নেওয়া যাক- পৃথিবীর কিছু আজব কাজের হদিস। রইল ছবিতে-ছবিতে।