যত দিন যাচ্ছে, তত মানুষ যেন মেশিনে পরিণত হয়ে যাচ্ছে। সারাদিনের ২৪ ঘন্টা যেন কম হয়ে যাচ্ছে মানুষের জন্য। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে ফোনটা দেখার সময় থাকে না। যখন হাত ফাকা তখনই যেন ফোনটা হাতে চলে আসে আপনাআপনি। টয়লেটে গিয়ে কমোডে বসেই মোবাইল হাতে। এই অভ্যেস অনেকেরই রয়েছে। কিন্তু জানেন কি এতেই ডেকে আনছেন গভীর বিপদ। বিশেষজ্ঞদের মতে, বাথরুমে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন আপনি। এবং শরীরে আপনার অজান্তেই দানা বাঁধছে প্রাণঘাতী রোগ।