চোখের কোণে সরু সরু রেখা (Lines), ঠোঁটের (Lips) দু ধারে দাগ, থুতনির তলায় ধীরে ধীরে চামড়া ঝুলে যাচ্ছে- একটা বয়সের পর এই সমস্যায় সকলেই ভোগেন। অনেকের তো আবার বয়সের আগে দেখা দেয় বলিরেখা। বলিরেখা (Wrinkle) থেকে বাঁচতে নানা রকম প্রোডাক্ট (Products) ব্যবহার করে থাকি। কখনও অ্যান্টি এজিং ক্রিম (Anti-aging Cream), কখনও মাস্ক। এছাড়া পার্লারে ট্রিটমেন্ট তো আছেই। এবার বলিরেখা দূর করতে এই সবের সঙ্গে এক্সারসাইজ করুন। রইল কয়টি ফেসিয়াল এক্সারসাইজের হদিশ। যা নিয়মিত করলে ফাইন লাইল দূর হবে।