মাস্ক পরেও থাকা যায় ফ্যাশনেবল, প্রমাণ দিলেন মডেলরা

গোটা বিশ্বের কাছে বর্তমানে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যেই এই রোগকে মহামারি বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনে এই রোগের উৎপত্তি হলেও ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে এই মারণ রোগ। পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২৬২৭৩। সেই সঙ্গে ভারতে এই মুহূর্ত অবধি আক্রান্তের সংখ্যা ৭৩। এই মারণ রোগের হাত থেকে রক্ষার জন্য মাস্ক পড়ার নির্দেশ 'হু'।

deblina dey | Published : Mar 12, 2020 9:16 AM IST / Updated: Mar 12 2020, 10:11 PM IST

18
মাস্ক পরেও থাকা যায় ফ্যাশনেবল, প্রমাণ দিলেন মডেলরা
করোনা আতঙ্কের এমন পরিস্থিতিতে তাই মাস্ক পরেও যাতে ফ্যাশনেবল থাকা যায় তার একেবারে হাতে নাতে প্রমাণ দিলেন মডেল ক্লারিকা কোলি। ফ্রিডেন সেলগেলের আন্ডারপাসে
28
রঙিন মাস্ক সহ ফ্রিডেন সেলগেলের আন্ডারপাসে ফ্যাশন ডিজাইনার পিয়া বোল্টের ডিজাইন রঙিন, চকচকে ফ্যাশনেবল মাস্ক পরে ফটোশ্যুট করেন তিনি।
38
এই ডিজাইনার মাস্কটি যেমন করোনা ভাইরাস থেকে রক্ষা করবে সে রকমই আপনার স্টাইলও বজায় থাকবে।
48
এই ফটোশুট বা করোনা সচেতনতার জন্য ডিজাইনার শুধু একটি বা দুটি মাস্ক নয় এমন অনেক ধরণের মাস্ক বানিয়েছেন যা আপনার পোশাকের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে।
58
ফ্লুরোসেন্ট কালার ও চকচকে, ডিজাইনের এই মাস্কগুলি পরে মডেল ক্লারিকা কোলির সঙ্গে ফটোশ্যুট করেছেন মডেল ভেরিনাও।
68
এমনকি স্বাস্থ্য ও সৌন্দর্য দুটোই বজায় রাখার জন্য মডেল ক্লারিকা ও ভেরিনার সঙ্গে ডিজাইনার পিয়া বোল্টও ফটোশুট করেছেন।
78
সুন্দর সুন্দর লোকেশন বেছে নিয়ে বিভিন্ন পোজে শুট করেছেন জনপ্রিয় এই দুই মডেল।
88
মাস্ক পরেও নিজেকে ফ্যাশনেবল রাখতে শুধু কাপড়ের মাস্ক নয় বেছে নিতে পারেন এমন ডিজানিং মাস্কও।
Share this Photo Gallery
click me!
Recommended Photos