বেঙ্গালুরুতে শান্তিনিকেতনের ছোঁয়া, বসন্ত উৎসবে মুখরিত 'আনন্দ সমাগম'

দেশে বিদেশে সকল বাঙালির প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে তাঁর লেখা যেন জুড়ে রয়েছে। আমাদের প্রতিটি মুহূর্তের কথা উপলদ্ধি করে কবিগুরু রেখে গেছেন তাঁর লেখনীর সমগ্র। তাই বসন্ত উৎসবে শান্তিনিকেতনের ছোঁয়া পেতে ৮ মার্চ রবিবার বেঙ্গালুরুর 'আনন্দ সমাগম'-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।

deblina dey | Published : Mar 10, 2020 3:30 AM IST / Updated: Mar 10 2020, 09:23 AM IST

111
বেঙ্গালুরুতে শান্তিনিকেতনের ছোঁয়া, বসন্ত উৎসবে মুখরিত 'আনন্দ সমাগম'
সোশ্যাল মিডিয়ায় হাতছানি, কখনও বা পেশার চাপ। এত সব কিছুর মধ্যে কোথাও যেন হারিয়ে শিকড়হীন হয়ে পড়ছে বাঙালি। এমন ধরনের ভাবনা মাঝে মাঝেই এসে যায় সৃজনশীল বাঙালির মাথায়।
211
তবে কর্মব্যস্ত জীবনে যতই দৌঁড়ঝাপ লেগে থাকুক না কেন, কোথাও না কোথাও বাঙালির শিকড় আটকে রয়েছে কবিগুরুর লেখনীর সঙ্গেই।
311
'আনন্দ সমাগম'-এর বসন্ত উৎসব-এর অমুষ্ঠানে বেঙ্গালুরুর উৎসাহী প্রবাসী বাঙালি হাজির হয়েছিলেন এদিন।
411
অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল রবি ঠাকুরের গান, কবিতা ও নত্যৃ পরিবেশনের মাধ্যমে বেঙ্গালুরুতে থাকা বহু শান্তিনিকেতনের প্রাক্তণীরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
511
আনন্দ সমাগম এর শিল্পীদের সঙ্গে তাঁরাও এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন।
611
আনন্দ সমাগম এর শিল্পীদের পরিচালিত এই অনুষ্ঠান কয়েক মুহূর্তের জন্য শান্তিনিকেতনের সাজে সেজে উঠেছিল।
711
অনুষ্ঠানের মূল বিশেষত্ব এই অনুষ্ঠানে ইচ্ছুক অংশগ্রহনকারী প্রত্যেককে হলুদ রঙা পোশাক পরিধানের অনুরোধ করা হয়েছিল।
811
বসন্ত উৎসব উপলক্ষে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন অনন্দ সমাগম এর শিল্পীরা।
911
আনন্দ সমাগমের পরিচালনায় অনুষ্ঠিত বসন্ত উৎসবে অংশগ্রহন করেছে শিশুশিল্পীরাও।
1011
শান্তিনিকেতনের ধাঁচেই এদিন অুষ্ঠিত হয়েছিল আনন্দ সমাগমের বসন্ত উৎসব। মঞ্চে নৃত্য পরিবেশন করছেন আনন্দ সমাগমের এক সদস্যা।
1111
এই অনুষ্ঠানের প্রবেশ মূল্য হিসেবে ছিল বেঙ্গালুরুতে থাকা প্রতিটি বাঙালির উপস্থিতি সেই সঙ্গে আনন্দ কোনও রকমের প্রবেশমূল্য ছাড়াই এখানে বসন্ত উৎসবে মেতে ওঠার অবারিত দ্বার খোলা ছিল সকলের জন্য।
Share this Photo Gallery
click me!
Recommended Photos