ফিটনেস ব্যান্ড উপহার দিতে পারেন বাবাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সকলের শরীরেই বাসা বাঁধে একাধিক রোগ। ডায়াবেটিস, হার্টের রোগ, হাইপার টেনশন থেকে কিডনির সমস্যা দেখা দেয় সকলের শরীরে। বাবার বয়স ৫০ পার করলে তাকে অবশ্যই ফিটনেস ব্যান্ড উপহার দিন। শরীর সুস্থ থাকতে হাঁটা দরকার। এই ফিটনেস ব্যান্ড তাকে শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখার কথা বারে বারে মনে করাবে।