প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃ দিবস বা ফাদার্স ডে। এবছর ২০ জুন পালিত হয় পিতৃদিবস। ১৯১০ সাল থেকে ১৯ জুন আমেরিকাতে পিতৃ দিবস পালিত হয়। এদিন সকলের তার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। সকলের জীবনে বাবার ভূমিকা অনস্বীকার্য। তার দেখানো পথে হাঁটে সন্তানরা। প্রতিটি সন্তানের সাফল্যের পিছনে বাবার ভূমিকা থাকে অনস্বীকার্য। সন্তানের কাছে বাবা বটবৃক্ষের মতো। তার ছত্রছায়াতেই বড় হয়ে ওঠে সন্তান। এবছর ফাদার্স ডে করে তুলুন একেবারে স্পেশ্যাল। বাবাকে দিন বিশেষ উপহার। রইল ১০টি গিফট আইডিয়া। জেনে নিন কী উপহার দেবেন বাবাকে।