কলা, দই, মধু, অলিভ অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি কলা প্রথমে চটকে নিন। তাতে মেশান মধু, দই ও অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি তা মাথার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারে চুল হবে স্ট্রেট।