এক্সারসাইজ করুন নিয়ম করে। সারাদিন যতটা পারবেন অ্যাকটিভ থাকুন। দিনে ৩০ মিনিট এক্সারসাইজ করুন। অন্তত ৩০ মিনিট হাঁটুন। তেমনই ত্বক উজ্জ্বল করার ও বলিরেখা দূর করার একাধিক এক্সারসাইজ আছে। যা নিয়ম করে করলে মিলবে উপকার। ত্বক হবে উজ্জ্বল সঙ্গে দূর হবে বলিরেখার সমস্যা। আগামী দু সপ্তাহ মেনে চলুন এই ১০টি টিপস, পুজো ত্বক দেখাবে উজ্জ্বল, বজায় থাকবে ত্বকের সৌন্দর্য।