প্রতি বছর শুক্ল চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই শুভ তিথি শুরু হচ্ছে ৩০ অগস্ট। এই দিন দুপুর ৩টে ৩৪ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। চলবে ৩১ অগস্ট দুপুর ৩ টে ২৩ মিনিট পর্যন্ত। সে কারণে অধিকাংশ জায়গায় ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। আবার অনেক জায়গায় এই পুজো চলে ১০দিন ধরে। এই সময় বিভিন্ন প্যান্ডেলে তো বটেই, অনেক বাড়ি কিংবা কর্মক্ষেত্রে গণেশ পুজো হয়ে থাকে। পুজো উপলক্ষ্যে অনেক জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে কারণে, গণেশ পুজোয় এক কিংবা একাধিক নিমন্ত্রণ থাকে অনেকের। এবার পুজোয় কী পরে যাবেন সেদিকে থাকুক বিশেষ নজর। রইল গণেশ চতুর্থীর ফ্যাশন টিপস।