নিত্যদিনের মেকআপে হোক কিংবা কোনও অনুষ্ঠানে, বেস মেকআপ করতে গিয়ে ফাউন্ডেশনের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। মুখের খুঁত ঢাকতে কিংবা ত্বক উজ্জ্বল দেখাতে সকলেই ব্যবহার করেন ফাউন্ডেশন। কিন্তু, ফাউন্ডেশন দিলেই যে মুখ উজ্জ্বল দেখায়ে এমন নয়। অনেকেরই ফাউন্ডেশন লাগালেই মুখ কালো হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে মুখে কমপ্যাক্ট লাগান। এতে মুখ আরও অদ্ভুত দেখায়। অনেক সময় মেকআপ ফুটে ওঠে। তেমনই আবার অনেকের মুখ কালচে দেখায়। এই সমস্যার প্রধান কারণে ভুল শেড নয়। একাধিক কারণে ফাউন্ডেশন লাগালেই মুখ কালো হয়ে যায়। জেনে নিন সমস্যা থেকে মুক্তির উপায়। পুজোয় সকলের নজর কাড়তে সঠিক ভাবে মেকআপ করুন। মিলবে উপকার।