খেতে পারেন বাদাম ও ড্রাই ফ্রুটস। ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি থাকে বাদাম ও ড্রাই ফ্রুটসে। খেতে পারেন কাজু, আখরোট, বাদাম, ব্রাজিল বাদাম, পাইন বাদাম, পেস্তার মতো উপাদান। শরীর সুস্থ রাখতে দ্রুত ওজন কমাতে খেতে পারেন এই সকল উপাদান। পুজোর আগে কমবে ওজন।