সৌন্দর্যের গোপন রহস্য, পেঁয়াজেই লুকিয়ে ত্বকের নানান সমস্যার সমাধান

নিঁখুত সৌন্দর্যের জন্য প্রয়োজন স্বাস্থ্যজ্জ্বল এবং জেল্লাদার ত্বক। এর জন্যই বেশিরভাগ পৌঁছে যান পার্লারে। আর পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়া মানেই এক গাদা টাকা খরচের পালা। তাই বাজার চলতি কেমিক্যালের উপর ভরসা না করে, আস্থা রাখুন ঘরোয়া টোটকায়। ত্বকের কোনও বাড়তি ক্ষতি না করে বাড়িতেই চালাতে থাকুন রূপচর্চা। সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলেই থমকে যাবে আপনার ত্বকের বয়স। জেনে নিন সেই ঘরোয়া টোটকার খুঁটিনাটি-

deblina dey | Published : Nov 4, 2020 7:41 AM IST
17
সৌন্দর্যের গোপন রহস্য, পেঁয়াজেই লুকিয়ে ত্বকের নানান সমস্যার সমাধান

জ্বর-সর্দি থেকে শুরু করে তাই রূপচর্চাতেও পেঁয়াজের জুড়ি মেলা ভার। জানলে অবাক হবেন আপনার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে পেঁয়াজে। 

27

পেঁয়াজ শুধু রান্নাতেই নয় সমান ভাবে কাজে দেয় রূপচর্চাতেো। পেঁয়াজের মধ্যেই রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, ভিটামিন, মিনারেল, ফাইবার ও পটাশিয়াম। 

37

পেঁয়াজের এত পুষ্টিগুণের জন্যই পুষ্টিবিদরা রোজ একটু হলেও কাঁচা পেঁয়াজ খেতে বলেন। পেঁয়াজে রয়েছে ভিটামি সি যা মুখের কাল জেদী দাগ বা পিগমেন্টেশন দ্রুত কমাতে সাহায্য করে। 

47

এর জন্য পেঁয়াজের রসের সঙ্গে এক চিমটে হলুদ ভালো করে মিশিয়ে প্রতিদিন স্নানের আগে মুখে ম্যাসাজ করুন, আর পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

57

টোনারের মত ব্যবহার করুন পেয়াজের রস। তুলোয় করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের কোষগুলোয় রক্ত সংবহন ক্ষমতা বাড়িয়ে তোলে। 

67

ব্রণ বা ফুসকুড়ি সমস্যা থেতে মুক্তি পেতে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিন সামান্য অলিভ বা আমন্ড ওয়েল। এই মিশ্রনটি প্যাকের মত মুখে মেখে ২০-২৫ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। 

77

নিয়মিত পেঁয়াজের রস ত্বকে ব্যবহার করলে ত্বকের জেল্লা বেড়ে যায় কয়েকগুণ। পেঁয়াজে থাকা ভিটামিন ত্বককে করে তোলে প্রাণবন্ত। পেঁয়াজে রয়েছে পরচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রক্ষা করে সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos