মা-বাবার থেকে একাধিক রোগে সংক্রমিত হয় গর্ভস্থ বাচ্চা। এর মধ্যে রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এটা যৌনবাহিত রোগ। এসটিআই এর মধ্যে রয়েছে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস, জেনিটাল হারপিস, জেনিটাল ওয়ার্টস, এইচআইভি-র মতো সমস্যা। তাই গর্ভধারণের পরিকল্পনা করার আগেই এই সকল রোগের চিকিৎসা করানো প্রয়োজন। তবেই মা ও বাচ্চা দুজনেই ভালো থাকবে।