দুয়ারে কড়া নাড়ছে বসন্ত। রঙের উৎসবে সেজে উঠেছে গোটা বাংলা। খাতায় কলমে এবারে ১৮ মার্চ দোল হলেও গত এক সপ্তাহ ধরেই চলছে রঙের খেলা। কিন্তু দোল এলেই স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ে অনেকেরই। এদিকে রঙ ছাড়া তো দোল বা হোলি সম্পূর্ণ হয় না৷ কিন্তু এই রঙ ডেকে আনতে পারে একাধিক মারণ রোগ। তাই প্রতিবারই দোলে কিছু বাড়তি সতর্কতা আমাদের সকলেরই নেওয়া উচিত। বিশেষ নজর দেওয়া উচিত চোখের প্রতি। সহজ কথায় চোখের সুরক্ষার দিকটিও রঙের মজায় একবারে উপেক্ষা করা যাবে না। বিশেষত, যাঁদের চোখের সমস্যা বা ডায়াবেটিসের মতো অসুখ রয়েছে। আজ সেই বিষয়েই খানিক আলোচনা করব আমরা।