সারা মুখে 'ব্রণ' ভরে গেছে, ময়েশ্চারাইজারের বদলে ট্রাই করুন এক ফোঁটা 'গ্লিসারিন'

ত্বকের সমস্যা নিয়ে আমরা কমবেশি সকলেই ভুক্তভোগী। শীতকাল শেষ এবং গরমের শুরুতে সমস্যা যেন আরও বেড়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা আরও বাড়তে থাকে। বাজারচলতি ক্রিমের রাসায়নিক উপাদান ত্বকের জন্য ক্ষতিকর। যা থেকেই মুখে  ব্রণ, পিম্পল ক্রমশ বাড়ছে। বাজারচলতি ময়েশ্চারাইজারের বদলে ভরসা রাখুন গ্লিসারিনে। ত্বকের সমস্যাগুলি কমাতে কীভাবে প্রাকৃতিক ভাবে কাজ করে গ্লিসারিন। জেনে নিন সহজ উপায়।

Riya Das | Published : Feb 7, 2021 10:27 PM
17
সারা মুখে 'ব্রণ' ভরে গেছে,  ময়েশ্চারাইজারের বদলে ট্রাই করুন এক ফোঁটা 'গ্লিসারিন'

শীতের শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা আরও বাড়তে থাকে। বাজারচলতি ক্রিমের রাসায়নিক উপাদান ত্বকের জন্য ক্ষতিকর। যা থেকেই মুখে  ব্রণ, পিম্পল ক্রমশ বাড়ছে।

27

বাজারচলতি ময়েশ্চারাইজারের বদলে ভরসা রাখুন গ্লিসারিনে।সব ধরনের ত্বকের ক্ষেত্রেই কার্যকরী এই গ্লিসারিন।

37


ত্বকের সমস্যাগুলি কমাতে প্রাকৃতিক ভাবে কাজ করে গ্লিসারিন। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা সমস্যা কমাতে কার্যকরী এই গ্লিসারিন।

47

ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি, ব়্যাশ, ব্রণ, জ্বালাভাব কমাতেও গ্লিসারিন খুব উপকারী। ত্বকের সমস্যাগুলি কমাতে প্রাকৃতিক ভাবে কাজ করে গ্লিসারিন। 

57

সারাদিন বাইরে থাকার পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করতে গ্লিসারিন ব্যবহার করুন। 

67

বাজারজাত ক্লিনজিং মিল্কের বদলে এই গ্লিসারিন দিয়েই মুখের যাবতীয় জমে থাকা ধুলো-ময়লা দূর করতে গ্লিসারিন ভীষণ কার্যকরী।

77

গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমানোর আগে মুখে গ্লিসারিন লাগিয়ে ঘুমান। এতে ত্বক যেমন ফাটবেই না তেমনি শীতে ত্বক নরম ও উজ্জ্বল থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos