অতিরিক্ত গরমে যেমন চুল ওঠার সমস্যায় সকলেই নাজেহাল তেমনি বর্ষার আগেও চুল ওঠা যেন বাড়তেই থাকে। সর্দি-কাশি-জ্বর তো রয়েইছে এর পাশাপাশি ত্বকে এবং চুলেও হাজারো সমস্যা দেখা যায়। চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়া থেকে হাজারো সমস্যা দেখা যায়। অনেকের আবার চুল উঠে টাকও বেরিয়ে গেছে। কিন্তু বর্ষার আসার আগে এই সময়টাতে নিজের যত্ন করতেই হবে। চুলের স্বাস্থ্য এবং জৌলুস কীভাবে ধরে রাখবেন, রইল ঘরোয়া অব্যর্থ টোটকা।