সাবধান, বিয়ের মরশুমে হলমার্ক ছাড়া গয়না কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

মাঘ মাস পড়ে গিয়েছে । আর মাঘ মাস মানেই বিয়ের মরশুম। যারা এই মাঘ মাসে বিয়ে করতে চলেছেন তাদের জন্য যথেষ্ঠ চিন্তার বিষয়।  কারণ নতুন বছর পড়তে না পড়তেই  মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলল সোনার দাম। কিন্তু বিয়ে করবেন আর গয়না কিনবেন না,তা তো হয় না। কারণ বেনারসি আর সোনার গয়না ছাড়া  বিয়ে কখনওই পরিপূর্ণ হয় না। কিন্তু তড়িঘড়ি করে সোনার দোকানে গিয়ে  গয়না কিনে ফেললেন তাহলে কিন্তু হল না। দেখে শুনে বুঝে তারপরই সোনার গয়না কিনুন।  কারণ আগামী বছরের ১৫ জানুয়ারির পর থেকে হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না। তাই সোনার গয়না কেনার আগে একবার নয়, দুবার ভাবুন।

Riya Das | Published : Jan 21, 2020 4:23 AM IST / Updated: Jan 29 2020, 12:58 PM IST
116
সাবধান, বিয়ের মরশুমে হলমার্ক ছাড়া গয়না কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
কম দাম, মজুরিও কম এই ভেবে হলমার্ক ছাড়া গয়না কিনে নিলে আপনিও কিন্তু বিপদে পড়বেন।
216
হলমার্ক যুক্ত সোনা মানে খাঁটি সোনা। কিন্তু খাটি সোনা দিয়ে তো আর গয়না বানানো সম্ভব নয়। তাতে নির্দিষ্ট পরিমাণ খাদ মেশাতেই হবে। তারপর সেটা দিয়ে গয়না বানানো যাবে। আর এই গয়নার সোনার মধ্যে কতাট পরিমাণ খাঁদ মেশাবেন সেটা উল্লেখও করা থাকে।
316
বিআইএস হলমার্ক সোনার গয়না তিনটি শুদ্ধতার মাপকাঠিতে পাওয়া যায়। ২২, ১৮, ১৪ ক্যারেট।
416
হলমার্ক সোনার গয়না কেনার ক্ষেত্রে বিএসআই চিহ্ন, শুদ্ধতার গ্রেড, প্রস্তুতকারকের নাম ও চিহ্ন পরীক্ষণ কেন্দ্রের ছাপ দেখে তবেই কিনুন।
516
এরপরও যদি কোনও প্রশ্ন মনে জাগে তাহলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন।
616
সারা দেশে ৫৭৮টি হলমার্ক গয়না পরীক্ষণ কেন্দ্র রয়েছে।
716
পশ্চিমবঙ্গে এর মধ্যে ৫৪ টি রয়েছে।
816
কলকাতায় রয়েছে মোট ২৮টি পরীক্ষণ কেন্দ্র।
916
মাত্র ৩৫ টাকার বিনিময়ে আপনার সোনা হলমার্ক পরীক্ষা করাতে পারবেন।
1016
মূলত গ্রাহকদের সুবিধার কথা ভেবে সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামীলক করা হয়েছে।
1116
সোনার গয়না কিনে কোনও ক্রেতারা যাতে প্রতারিত না হন তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
1216
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৩৯,৪০০ টাকা।
1316
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪০,৮০০ টাকা।
1416
সোনা আসল না নকল, কতটা খাঁটি তা ওই হলমার্কের মাধ্যমেই বোঝা যাবে।
1516
হলমার্ক যুক্ত গয়না কিনলে পরবর্তীতে সেই গয়না সঠিক মূল্যেই বিক্রি করতে পারবেন আপনি।
1616
ইতিমধ্যেই বেড়ে চলেছে সোনার দাম। একদিন একটু কমছে তো পরের দিন চড়চড়িয়ে বাড়ছে। আর এই নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। ফের নয়া রেকর্ড গড়ল সোনার দাম।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos