আপনার জীবনে কি রয়েছে কোনও বিশেষ পুরুষ, তবে আজকের দিনটা তাঁর, কেন জানেন

আপনার জীবনে কি রয়েছে কোন বিশেষ পুরুষ, না থাকাটাই অস্বাভাবিক। তবে এই বিশেষ পুরুষ মানিয়েছে তিনি প্রেমিক এমন নয়, বাবা-দাদা বন্ধু আত্মীয় পরিবারের মধ্যে থাকা বা আপনার চেনার মধ্যে থাকা কোন বিশেষ পুরুষকেই আজ আপনি কিছুটা সময় দিতেই পারেন। কেন জানেন

Jayita Chandra | Published : Nov 19, 2020 3:37 PM
111
আপনার জীবনে কি রয়েছে কোনও বিশেষ পুরুষ, তবে আজকের দিনটা তাঁর, কেন জানেন

একটু খোলসা করে বলা যাক, আজ বিশ্ব পুরুষ দিবস। সারা বিশ্বজুড়ে আজকের দিনটি পুরুষদের জন্য ধার্য করা হয়েছে।

211

যেভাবে ছোট থেকে দেখে শুনে বড় করে শিক্ষার দায়িত্ব নেয়, সুরক্ষার দায়িত্ব নেয়, যে বন্ধুকে সহপাঠী স্কুল-কলেজের আশেপাশে বা ক্লাসরুমে পাশে থাকে আজকের দিনটা তাদের ধন্যবাদ জানান। 

311

যে প্রেমিক জীবনে নতুন রঙ নিয়ে আসে, যে স্বামী হাসিমুখে সংসারের দায়িত্ব তুলে নেয় আজকের দিন টা তাকে ধন্যবাদ জানান।

411

যে দাদা শক্ত হাতে জীবনের লক্ষ্য স্থির করে, যে শিক্ষক পঠন-পাঠনের দায়িত্ব নেয়, পাড়ার যে দাদা সব সমস্যায় পাশে এসে দাঁড়ায়, আজ তাদের ধন্যবাদ জানান।

511

গাড়ির ড্রাইভার থেকে শুরু করে খাবার ডেলিভারি বয়, পোস্টম্যান থেকে শুরু করে নিউজ পেপার বিক্রেতা, জীবনে চলার পথে এই মানুষগুলোর অবদান অনু স্বীকার্য।

611

বিশ্ব পুরুষ দিবস মুখে মুখে প্রচলিত কোনদিন নয়, তাই হয়তো অনেকেই এই দিনটি কথা জানেন না। তাই ছুটির পর বা দিনের শেষে কিছুটা সময় আজ এই মানুষগুলোকে দিন।

711

তাদের জানেন তাদের এই পরিশ্রমের দাম দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা আলাদা করে জানানোর জন্য ক্যালেন্ডারে রয়েছে একটি নির্দিষ্ট দিন। 

811

যারা পাশে না থাকলে শত শত মানুষের পথ চলাতেই কঠিন হয়ে উঠতো, তাদের আলাদা করে ধন্যবাদ জানানোর কোন মানেই হয়না। 

911

কিন্তু পুরুষ মানেই কি কর্তব্য দায়দায়িত্ব, সংসারের ভার, এমনটা কখনই নয়। কিন্তু সমাজের ছবিটা বেশ খানিকটা এমনই।

1011

তাদের শক্ত হাত আমাদের পাশে থাকায় শৈশব থেকে বার্ধক্যে তাদের বাবার ভূমিকা থেকে ছেলের ভূমিকায় পাশে পেয়ে পথ চলাটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে একবার তাদের বলেই দেখুন না।

1111

প্রতিদিন করতে হবে বলে তাঁরা যে কাজগুলো হাসিমুখে করে চলেছেন সেই পরিশ্রমকে কুর্নিশ জানাতে আজকের দিনটা অবশ্যই বিশেষ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos