শীতকাল প্রায় চলেই এসেছে। আর এই সময়টাতে সমস্যা যেন ক্রমশ বাড়তে থাকে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও যেন পরিবর্তন হয়। সুন্দর, মোলায়েম ত্বক কে না পেতে চায়। কিন্তু রাস্তার ধুলোবালিতে ত্বকের নানা সমস্যা বাড়তেই থাকে। আর শীতের শুষ্ক আবহাওয়ার কারণে এই সমস্যা আরও বাড়তে থাকে। শীত এলেই ত্বক যেন আরও নির্জীব এবং রুক্ষ হয়ে পড়ে। তাই ত্বকের চাই বাড়তি যত্ন। তখনই বাজারচলতি ক্রিম বা ময়েশ্চারাইজারের প্রতি আমরা ভরসা করি। কিন্তু এতেই আর ত্বকের ক্ষতি হয়। বাজারচলতি ক্রিমের রাসায়নিক উপাদান ত্বকের জন্য ক্ষতিকর। তাই বাজারচলতি ময়েশ্চারাইজারের বদলে ভরসা রাখুন গ্লিসারিনে।