আপনার প্রিয়জন আপনার জীবনে যে মাধুর্য্য রাখেন তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। এমনকী, এই চকলেটগুলোও তুলনা হয় না। আপনাকে শুভ চকোলেট দিবস। - এদিকে, ওজন কমাতেও খেতে পারেন ডার্ক চকোলেট। গবেষণায় দেখা গিয়েছে, এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। অন্য দিকে, এতে থাকা একাধিক উপাদান স্বাস্থ্যের উন্নতি করে। সে কারণে খেতে পারেন চকোলেট।