বারাক ওবামাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাঁহাতি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বামহাতি রাষ্ট্রপতির তালিকাটা একটু বেশি লম্বা। তালিকায় রয়েছে জেমস গারফিল্ড, হাবার্ট হুভার, হ্যারি ট্রুম্যান। রোনাল্ড হুভার, জর্জ বুশ, বিল ক্লিন্টন।