International Lefthanders Day- বাঁহাতি ক্লাবের সেরা দশ সদস্য, তালিকায় মোদী, শচিন-সহ আর কে

আজ বিশ্ব বাঁ-হাতি দিবস, সহজ ইংরাজিতেই বেশি জনপ্রিয় International Lefthanders Day ( আন্তর্জাতিক লেফটহ্যান্ডার্স ডে)। বামহাতিদের স্বতন্ত্রতা আর পার্থক্যগুলি এদিন আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ তাঁদের অধিকাংশ কাজ-কর্ম ডান হাতের পরিবর্তে বাঁ- হাতে করে থাকে। আসুন এই বিশেষ দিনটিতে সেরা ১০ বাঁ-হাতি ব্যক্তিত্বকে দেখে নেওয়া যাক। 

Saborni Mitra | Published : Aug 13, 2021 5:21 AM IST / Updated: Aug 13 2021, 12:48 PM IST

110
International Lefthanders Day- বাঁহাতি ক্লাবের সেরা দশ সদস্য, তালিকায় মোদী, শচিন-সহ আর কে

নরেন্দ্র মোদীঃ  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বাঁ-হাতি ক্লাবের অন্যতম সদস্য। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের প্রধানই গোটা দেশ চালান বাঁ-হাতে। 
 

210

শচিন তেন্ডুলকারঃ  ক্রিকেটের ভগবান মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলবারও একজন বাঁ-হাতি। বাঁ-হাতের জাদুতেই  ক্রিকেট দুনিয়া মাতিয়েছিলেন তিনি। একের পর এক রেকর্ডও করেছেন বাঁ-হাতে। এই বিশেষ দিনে শচিন টুইট করে জানিয়েছেন তিনি বাঁহাতি। বিষয়টি উপভোগও করছেন তিনি।  

310

বারাক ওবামাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাঁহাতি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বামহাতি রাষ্ট্রপতির তালিকাটা একটু বেশি লম্বা। তালিকায় রয়েছে জেমস গারফিল্ড, হাবার্ট হুভার, হ্যারি ট্রুম্যান। রোনাল্ড হুভার, জর্জ বুশ, বিল ক্লিন্টন। 
 

410

অমিতাভ বচ্চনঃ লিটিল মাস্টারের পথ ধরেই দেশের সেরা অভিনেতা বিগ-বিও একজন বাঁহাতি। দাদা সাহেব ফালকে সম্মান প্রাপ্ত এই অভিনেতাকে একাধিক সিনেমায় বাঁহাতের ব্যবহার করতে দেখা গেছে। 
 

510

বিল গেটসঃ মাইক্রো সফটের প্রতিষ্ঠা বিল গেটসই একজন বাঁহাতি ক্লাবের সদস্য। বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি তিনি। 

610

মার্ক জুকারবার্গঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বার্গও বাঁহাতি ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্ব ধনীর তালিকায় তিনি পঞ্চম। 
 

710

জাস্টিন বিবারঃ প্রিন্স অব পপ নামে পরিচিত জাস্টিন বিবার ডান হাতের তুলনায় বাঁ হাত ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য। বাঁ হাতি বিবার ক্রস-জেনার সঙ্গীতের জন্য় বিখ্যাত। 
 

810

স্টিভ জবসঃ অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসও বাঁহাতি। আইটি ওয়ার্ল্ডে তিনি একজন গুরু হিসেবেই খ্যাত। 
 

910

অপারা উইনফ্রেঃ হোস্ট হিসেবেই তাঁকে বিশ্ব চেনে। সবথেকে বেশি টক শোর সঞ্চালক উইনফ্রেকে মিডিয়া সাম্রাজ্যের রানি হিসেবেই স্বীকৃত দিয়েছে বিশ্ববাসী। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া উইনফ্রে বিশ শকতের সবথেকে ধনী আফ্রো-আমেরিকান। 

1010

লেডি গাগাঃ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমেরিকান গায়ক, গীতিকার অভিনেত্রী গাগা বহুমুখী প্রতিভার অধিকারী। তিনিও বাঁ হাতি ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos