টিকটিকির উপদ্রবে নাজেহাল অবস্থা হয় বাড়িতে। প্রাণীটি নিতান্তই নিরীহ ও শান্ত হলেও তাকে দেখতে পারেন না কেউই। টিকটিকির উৎপাতে ঘরের জিনিসপত্র সুন্দর ভাবে সাজিয়ে রাখাও খুব কঠিন হয়ে যায়। আর খাবার তো খুলে রাখাই যায় না। তাহলেই বাধে বিপত্তি। কখনও আবার নিজেরা লাফালাফি করতে করতে গায়ের মধ্যেও উঠে যায়। আসলে টিকটিকি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে প্রাণীটি শান্ত ও নিরীহ হলেও মানুষ তাকে একেবারেই পছন্দ করে না। সারাক্ষণ তার চিন্তায় পাগল হয়ে থাকে। এমনকী, টিকটিকির মল যদি খাবারে পড়ে তাহলে আবার খাবারে বিষক্রিয়াও হয়। তাই যতই সে নিরীহ হোক না কেন তাকে একটু এড়িয়ে চলাই ভালো। আর ঘরোয়া উপায়ে কীভাবে টিকটিকির হাত থেকে রেহাই পাবেন তা দেখে নিন।