কোন রঙ দিয়ে আবির খেলছেন তা খুবই গুরুত্বপূর্ণ। ভেষজ আবির ব্যবহার করুন। এই রঙ দামি হয় ঠিকই, কিন্তু, ত্বকের সমস্যা করে না। হোলিতে ভেষজ রঙে আনন্দ উপভোগ করুন। তা না হলে, পরে ত্বকের সমস্যা দেখা দেবে। রঙে থাকে কেমিক্যাল ব্রণ, রাশ, লালচে ভাব, চুলকানিক সমস্যা দেখা দেয়। তাই ভেষজ রঙে হোলি খেলুন।