-ডিম সেদ্ধ বা ভাজার পর ডিমের খোসা টা ফেলে না দিয়ে জলে ধুয়ে শুকিয়ে নিন। তবে ডিমটিকে এমনভাবে ফাটাবেন যাতে খোলাটা আস্ত থাকবে। অর্থাৎ ডিমের মাথার কাছটিকে ফাটিয়ে নিন। সেখান থেকে ভিতরের জিনিসটি বের করে নিয়ে খোলাটিকে একটি সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখুন টিউবের ধারে। যে কোনও লাইটের পাশে। তাহলে সাধারণ মানুষের চোখেও তা খুব একটা পড়বে না। আর খোসার ঝাঁঝালো গন্ধে টিকটিকি দূরে চলে যাবে।