অ্যালোভেরা জেল ও পাতিলেবু দিয়ে ক্লিনজার বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে যেমন ত্বক উজ্জ্বল হবে। তেমনই অ্যালোভেরার গুণে ত্বক নরম হবে। অ্যালোভেরা জেল ও পাতিলেবু দিয়ে তৈরি ক্লিনজার বেশ উপকারী।