উজ্জ্বল, দাগহীন ত্বক কে না চায়। ত্বক উজ্জ্বল করতে আমরা কত রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। বাজার চলতি নানান উপকরণ তো আছেই। এর সঙ্গে চলে ঘরোয়া টোটকার ব্যবহার। ত্বক উজ্জ্বল করতে বেসন, দই, মধু কিংবা হলুদের মতো নানা উপকরণ ব্যবহার করে থাকি। আবার অনেকে ব্যবহার করেন পাতিলেবু। রূপচর্চায় পাতিলেবুর গুণ বিস্তর। ত্বকের দাগ দূর করতে, ট্যান দূর করতে কিংবা ত্বক উজ্জ্বল করতে অনেকেই পাতিলেবু ব্যবহার করে থাকেন। আজ রইল পাতিলেবুর তৈরি ক্লিনজারের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন ক্লিনজার। রইল সহজ ১০টি পাতিলেবুর তৈরি ক্লিনজারের হদিশ।