এবার লাগান কনসিলার। বয়সের সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে নানা রকম খুঁত দেখা যায়। কারও ত্বকে কালো প্যাচ পড়ে, কারও চোখের তলায় দেখা দেয় ডার্ক সার্কেল। এবার এই সব খুঁত ঢেকে নিন কনসিলারের সাহায্যে। কনসিলার যাতে ভালো ভাবে ব্লেন্ড হবে, তা খেয়াল রাখুন। এতে মেকআপ সঠিক হবে। বেস মেকআপ যত ভালো হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে মেকআপ।