প্রমোশন থেকে পার্টিতে আলিয়ার 'No Makeup Look' যা নজর কাড়বে সকলের

বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় রয়েছেন আলিয়া ভাট। তাঁর অভিনয়, তাঁর স্টাইল, তাঁর অ্যাটিটিউড (Attitude), তাঁর আত্মবিশ্বাস (Confidence) সব সময়ই দর্শকদের নজর কাড়ে। হয়তো সে কারণে আলিয়ার ফ্যানের (Alia Bhat) সংখ্যা হিসেব করতে বসলে, তা গুণে শেষ করা দায়। কেরিয়ারের শুরু থেকেই সকলের পছন্দের নায়িকার তালিকায় স্থান পেয়েছেন আলিয়া। কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের (Fan) দিয়েছেন একের পর এক হিট ছবি। এই তালিকায় আছে হাইওয়ে, স্টু়ডেন্ট অব দ্য ইয়ার (Student Of the Year), রাজি (Razzi), গঙ্গুবাই থেকে আরও কত কী। অভিনয় ছাড়াও, আলিয়ার লুক নিয়ে সব সময় চর্চা শোনা যায় বলিপাড়ায়। 

Sayanita Chakraborty | Published : Mar 19, 2022 8:45 AM IST / Updated: Mar 19 2022, 02:22 PM IST
110
প্রমোশন থেকে পার্টিতে আলিয়ার 'No Makeup Look' যা নজর কাড়বে সকলের

রিয়েলিটি শো, ছবির প্রোমোশন, প্রিমিয়ার থেকে ফটোশ্যুটে বার বার মেকআপ ছাড়া ধরা পড়েছেন আলিয়া। একনকী, অভিনীত ছবিতেও নো মেকআপ লুকে দেখা গিয়েছে তাঁকে। আর আলিয়ার এই নো মেকআপ লুক সব সময়ই দর্শকদের পছন্দের শীর্ষে। মেকআপ হীন আলিয়াকেই সব থেকে বেশি দেখতে পছন্দ করেন সকলে।     

210

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ আলিয়া। সেখানে প্রায়শই নিজের ছবি পোস্ট করেন। ইন্সটাগ্রামে সুইমিলং পুলে একাধিক ছবি আছে আলিয়ার। সুইমিল পুলে নেমে পোজ দিতে নায়িকার বেশ পছন্দ করে থাকেন। এমনই একাধিক ছবিতে মেকআপ ছাড়া দেখা যায় তাঁকে। যা সব সময়ই থাকে দর্শকদের পছন্দের তালিকায়। ছবিতে বেশ কিউট দেখায় তাঁকে। 

310

এয়ারপোর্ট অভিনেত্রীদের স্টাইল বেশ নজর কাড়ে। পাপারাৎজি-রা সব সময় ক্যামেরা নিয়ে হাজির হাকেন সেখানে। কী পোশাক পরলেন, কেমন করে সাজলেন, কেমন ব্যাগ নিলেন সবই বার বার উঠে আসে খবরে। তবে, এয়ারপোর্ট আলিয়াকে বহুবার দেখা গিয়েছে মেকআপ ছাড়া। কাজল, লিপস্টিক, মাস্কার, কোনওটারও ছোঁয়া ছিল না সেই সাজে। 

410

আলিয়া অভিনীত হাইওয়ে ছবি সকলেরই পছন্দের। এই ছবিতে অনস্ক্রিন নো মেকআপ লুকে দেখা দিয়েছিলেন আলিয়া। পরনে কালো জিন্স, থ্রি কোয়াটার স্লিভ টপ, চুল খোলা আর মুখে মেকআপের সামান্য ছোঁয়া টুকু নেই। আলিয়ার এই লুক বরাবরই নজর কেড়েছে দর্শকদের। ইমতেয়াজ আলি পরিচালিত এই ছবিতে আলিয়া ছাড়া ছিলেন রণদীপ হুডা।

510

এক সময় নজড় কাড়া ব্যবসা করেছিন ইমতেয়াজ আলি পরিচালিত হাইওয়ে। এই ছবিতে আলিয়া ছাড়া ছিলেন রণদীপ হুডা। ছবির ফ্যামিলি স্ক্রিনিং-এর সময় মেকআপ ছাড়া এসেছিলে আলিয়া। সেখানে জিন্স ও সাধারণ একটি টিশার্টে দেখা গিয়েছিল নায়িকাকে। তার সেই লুক নজর কেড়েছিল সকলের। মেকআপ ছাড়াও যে এত সুন্দর দেখানো যায়, তা সেই ছবি প্রমাণ করেছি।

610

মুম্বইয়ের ফ্লিম প্রোমোশনে এক নয় একাধিক বার মেকআপ ছাড়া এসেছিলেন আলিয়া। কাজল, ফাউন্ডেশন, লিপস্টিক, মাস্কার ছাড়াই সকলের সামনে ধরা দেন আলিয়া। হাইওয়ে ছবির প্রোমশন হয়েছিল মুম্বইয়ের একটি নামি প্রেক্ষাগৃহে। সেখানে এমন সাদা কুর্তা আর নেভি ব্লু প্যান্ড পরে উপস্থি হয়েছিলেন আলিয়া। সেদিন তাঁর মুখে ছিল না কোনও মেকআপ।   

710

একবার শহররে এক পেইন্টিং এগজিবিশনে মেকআপ ছাড়া দেখা গিয়েছিল আলিয়াকে। শিল্পী বর্ষা পারেখ, সন্দীপ আসার ও স্মৃতি বুখানওয়ালার প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে হলুদ স্টার্ট, কালো টপে দেখা গিয়েছিল আলিয়াকে। মুখে ছিলনা মেকআপের কোনও রেখা। কাজল, লিপস্টিক, মাস্কার, কোনওটারও ছোঁয়া ছিলনা সেই সাজে।  তা সত্ত্বেও সকলের নজর কেড়েছিলেন আলিয়া।  

810

একবার অর্জুন কাপুরের জন্মদিন পার্টিতে বিনা মেকআপে উপস্থিত হন আলিয়া। পরনে ছিল সাদা ড্রেস। প্রায়শই লেগে থাকে সেলেবদের পার্টি। সেখানে আমন্ত্রিত থাকেন সকল স্টারেরা। সকলেই ডিজাইনারদের পোশাক পরে উপস্থিত হন। পার্টিকে সম্পূর্ণ বিনা মেকআপে এসেছিলে আলিয়া, যা তার ছবিতে স্পষ্ট বোঝা যায়। সেদিন আলিয়ার এই সাজই নজর কেড়েছিল সকলের। 

910

মহেশ ভাটের সঙ্গে আলিয়ার বহু ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে সব থেকে বেশি যে ছবিটি জনপ্রিয় সেটিতে মেকআপ ছাড়া দেখা গিয়েছে আলিয়াকে। কালো ও সাদা স্ট্রাইপ করা পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। মহেশ ভাটের পরনেও কালো শার্ট। এই ছবিটি বেশ জনপ্রিয়। আলিয়ার এই নো মেকআপ লুক বরাবরই দর্শকদের পছন্দের। 

1010

মেকআপ ছাড়া সুন্দরী নায়িকাদের মধ্যে সব সময় অন্যকে টেক্কা দেন আলিয়া। তার উজ্জ্বল ত্বক, মিষ্টি হাসি সব সময়ই নজর কাড়ে দর্শদের। প্রয়োজন হয় না কাজল, লাইনার, লিপস্টিক, ফাউন্ডেশনের চমক। তার মায়াবী চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর মিষ্টি স্বভাব সব সময়ই তাকে এগিয়ে রেখেছে অন্যদের থেকে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos