এয়ারপোর্ট অভিনেত্রীদের স্টাইল বেশ নজর কাড়ে। পাপারাৎজি-রা সব সময় ক্যামেরা নিয়ে হাজির হাকেন সেখানে। কী পোশাক পরলেন, কেমন করে সাজলেন, কেমন ব্যাগ নিলেন সবই বার বার উঠে আসে খবরে। তবে, এয়ারপোর্ট আলিয়াকে বহুবার দেখা গিয়েছে মেকআপ ছাড়া। কাজল, লিপস্টিক, মাস্কার, কোনওটারও ছোঁয়া ছিল না সেই সাজে।