মিষ্টি ছাড়া উৎসব বেরঙিং। যে কোনও উৎসব মানে মিষ্টি (Sweet) মাস্ট। বিশেষ করে বাঙালি পরিবারের কাছে। বাঙালিদের মিষ্টির প্রতি প্রেমের গল্প সকলেরই জানা। রোজ খাওয়ার পাতে হোক কিংবা উৎসবে (Festivals), বাঙালি বাড়িতে মিষ্টি থাকবেই। এখন মিষ্টি বলতে শুধু রসগোল্লা আর সন্দেশেই শেষ। মিষ্টি নিয়ে প্রতি মুহূর্তে চলছে এক্সপেরিমেন্ট (Experiments)। নতুন নতুন মিষ্টি তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন মিষ্টি উৎপাদনকারী সংস্থা। এবার দীপাবলি (Diwali) উপলক্ষ্যে বিভিন্ন ধরনের মিষ্টি এল বাজারে। জারের মধ্যে ডেজার্ট (Desserts in a jar), ছানার তৈরি ডোনাট (Donuts), মিষ্টির আইসক্রিম (Ice Cream takes the mithai route)-সহ একাধিক মিষ্টি এসেছে বাজারে। দেখে নিন, নতুন ধরনের কোন মিষ্টি চেখে দেখবেন।